Payment Instruction
প্রাথমিক আবেদন ফি
Unit Faculty/Institute Application Fee
Unit - A Faculty of Arts, Law, Social Science, Fine Arts and Institute of Education and Research (IER) 55.00
Unit - B Faculty of Business Studies and Institute of Business Administration (IBA)
Unit - C Faculty of Science, Life & Earth Sciences, Agriculture, Engineering

প্রাথমিক আবেদনের ফি প্রদান

Student Panel এর Pay Online বাটনে ক্লিক করে সরাসরি এই ওয়েবসাইটের এর মাধ্যমে (Rocket ব্যবহার করে) আবেদন ফি প্রদান করতে হবে।

বিঃদ্রঃ

  • একই মোবাইল নম্বর থেকে একাধিক প্রার্থীর প্রাথমিক আবেদনের ফি প্রদানের ক্ষেত্রে প্রত্যেক পেমেন্টের মাঝখানে অবশ্যই পাঁচ মিনিট অপেক্ষা করতে হবে।
  • ফি প্রদানের পরবর্তী ২ ঘণ্টার মধ্যে সংশ্লিষ্ট তথ্য ওয়েবসাইটে আপডেট না হলে Complain Box-এ ফি প্রদানের সময় পাওয়া SMS-টি সহ Complain করতে হবে।